ব্যাগ ভর্তি টাকায় করি
পকেট ভরে বাজার ।
আ-হা-হা-হা মরি মরি
কত সুখ যে রাজার !
ভোগ্যপন্যে দাম বাড়ে
রাজার বাড়ে স্বস্তি ।
মরে সবে সংসার করে
বেনিয়াতে তার দস্তি ।
আহার যোগাতে ব্যস্ত
হলে দেশের জনতা ।
কর্মেই সবে ন্যস্ত রবে
কে আর হবে নেতা !
যুগ যুগ রবে ক্ষমতায়
করবে রাজা আয়েশ ।
এ রকমের নির্মমতায়
মিটাবে তার খায়েশ ।
ঐ জীবিকার জন্য হন্য
হয়ে মরুক জীবনভর ।
নইলে ভিক্ষার আশায়
করবে না যে নির্ভর ।
ভিখারি ওদের বানাতে
হবে মূল্য বৃদ্ধি করে ।
সবাই ভিখারি না হলে
রাজা রই কেমন করে ?
রচনাকালঃ- রাত ১১:৪৫টা, শনিবার, ১৬ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।