আজ আমি রাজ ভিখারি হয়ে
করি সোনার থালে ভিক্ষা ।
সময় আমায় দিয়ে গেল তাই
তো নিদারুণ এক শিক্ষা !
রাজ রাজ্য আমার সবি আছে
তা থেকে একটু দূরে আছি ।
আর এই ভিখারি সাজ দেখেই
সরে পড়ল সব দুধের মাছি ।
সরল মনে চলি বলেই রাস্তা
দেখান খোদ প্রভু দয়াময় ।
মানুষ চিনতে ভুল করি তাই
এনে দিলেন এমন অসময় ।
দুঃসময় দ্বারাই দেখান তিনি
মানুষের সেই আসল রূপ ।
সেই সময়টাই আমার চলছে
বলে থাকি সদাই নিশ্চুপ ।
এমন দিন না এলে চিনতাম
কি, কে আসল কে নকল ?
সময়ের হেরফেরেই যে চেনা
যায় এ ভবের মানুষ সকল ।
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বুধবার, ২৫ শ্রাবণ ২৪৩০, ২১ মহরম ১৪৪৫, ৯ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।