পুরুষের কান্নায় কভূ গলে না পাষাণ
কিন্তু তার কঠোরতায় গড়ে ব্যবধান
কর না অশ্রু বিসর্জন
কর পেশী বলে অর্জন
গর্জন কর বাঘের ন্যায় এটাই বিধান !
লাভ নাই কারো জন্যে কেঁদে ব্যকুল
পরিস্থিতি যাবে ভাই আরও প্রতিকূল
যতই না তুমি কাঁদবে
তারা কুটিকুটি হাসবে
তাই ঐ বুকফাটা কান্নাটাই মহা ভুল ।
বরং তোমার ঐ অশ্রুধারা ঝরার পর
তুমিও যে হবে আরেক পাষাণ পাথর
হও যদি নিষ্ঠুর নির্দয়
অস্বাভাবিক কিছু নয়
কিংবা কোথাও পরেই থাকবে নিথর ।
তোমার আবেগের হেথায় নেই মূল্য
সবকিছুই পানসে আজ অর্থের তুল্য
হে পুরুষ সিংহ জাতক
কভুও রবে না পলাতক
সম্মুখ সমরে লড়ে আনো আনুকুল্য ।
রচনাকালঃ- বিকাল ৪:২১টা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।