এখন চলছে ভাই পাপের জামানা
পাপ করতে তাইতো নেই মানা
সৎ পথে শত বাধা
লাগে গোলকধাঁধা
চৌদিক শয়তান গেড়েছে আস্তানা !
মানুষ ভুলেই যাচ্ছে করতে পূন্য
কাজেই পূন্যের খাতা হচ্ছে শুন্য
সর্বত্র চলে ভেজাল
জালিয়াতের জাল
বিছিয়ে দিয়ে সেজেছে গণ্যমান্য !
ভেজালের ভীড় ঠেলে এগোলে
পড়ে যায় সে সন্দেহের কবলে
করে সবে উপহাস
গড়ে ভিন্ন ইতিহাস
টিকে রয় শত ছোবলে ছোবলে !
ভবের সব প্রাণী জানে পরিণাম
মানুষ ওসব কথায় দেয়না দাম
মিটায় মনের সাধ
হোক যত অপরাধ
মুছে যায় যাক বাপ দাদার নাম ।
রচনাকালঃ- বিকাল ৪:১২টা, মঙ্গলবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩০, ১২ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।