পুঁজিবাদের এ দুনিয়ায়
পরিসেবা আর কোথায় ?
সর্বত্র চলছে বাণিজ্য ।
সেবার নামে যত পেশা
সবটাতেই হচ্ছে ব্যবসা
হোক ন্যায্য অন্যায্য ।
যার উপর সবাই নির্ভর
ঐ সংবাদ সংস্থার খবর
যা পুঁজিবাদীরই দাস ।
যার বুদ্ধিদীপ্ত সম্প্রচারে
জনতা বুঝতে না পেরে
ঘটায় নিজের সর্বনাশ ।
ওরা চাতকপাখির ন্যায়
রয় যে খবরের আশায়
সেতো সবি বানোয়াট ।
জনতাকে বুঝিয়ে বোকা
তারা দিয়ে যায় ধোকা
আর করছে লুটপাট ।
এই সংবাদ মাধ্যম দ্বারা
পুঁজিবাদীরা মাতোয়ারা
দিতে মনগড়া খবর ।
সত্যগুলো করে আড়াল
যত স্যুট-বুটেড চাঁড়াল
ন্যায়নীতির দেয় কবর ।
ওদের দেয়া বোলচালে
যেন চলছে তালেতালে
বিশ্বের সকল জনগণ ।
বুদ্ধিমান শয়তানের দল
এভাবেই হয়েছে সফল
নিয়ে মস্তিষ্কের নিয়ন্ত্রণ ।