আমি করতে যাই সর্বদাই ভালো
কিন্তু তা হয়ে যায় মন্দ ।
তাই মনোজগত করে তোলপাড়
আমার হৃদয়ে দ্বিধা দ্বন্দ্ব !
কাজ করতে যাই পূন্যের আশায়
দেখি তাও হয়েছে পাপ !
তাই করিনা আর পরিতাপ কিবা
মনও করি না খারাপ ।
কারণ আমি এখন প্রভূর কাছে
করেছি আত্মসমর্পণ ।
তিনি আমায় তার ইচ্ছায় যেমন
যেখানে রাখেন যখন ।
আমি তাতেই খুশি
মনে কষ্ট দুঃখ আর নাহি পুষি..
আমার সকল ইচ্ছে গুলো এক
এক করে নিচ্ছে সবে ছুটি ।
আমিও তাই এই নিয়তির সাথে
চলার জন্যে বেঁধেছি যে জুটি ।
নিজেকে নিষ্পাপ নিষ্কলুষ করে
বাঁচার আর দেখি না সুযোগ ।
বরং যতই তা করছি তাতে যেন
বাড়ছে আরও দূর্যোগ !
ভালো কিছু করতে গিয়ে আজ
পর্যন্ত যা কিছুই করলাম ।
তার প্রায় সব উল্টো হয়ে এখন
নিজেরই দুর্ভোগ বাড়ালাম ।
যা হয় হোক দু দুদিনের দুনিয়ায়
প্রভু আমার যেভাবে চায় ।
সেভাবেই না হয় কাটাবো জীবন
তাতে আর কি আসে যায় !
রচনাকালঃ- রাত ১১:৩০টা, শুক্রবার, ২২ চৈত্র ১৪৩০,
৫ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।