কুকুর আর শিয়ালের প্রায়
মিল সবকিছুতে ।
শুধু আদর্শিক কারণেই যে
ওরা ভিন্ন দুজনাতে ।
প্রভু ভক্তির কারণে কুকুর
থাকে আদর যতনে ।
অতি চালাক শিয়াল গর্তে
লুকিয়ে থাকে বনে ।
তাইতো চুরি চামারি করে
চালাতে হয় জীবন ।
অতিচালাকের গলায় দড়ি
অকালে যার মরণ ।
কুকুর প্রভুর আশ্রয় প্রশ্রয়ে
নিশ্চিত জীবন কাটে ।
পদে পদে বিপদে শিয়াল
মরেও ঘাটে অঘাটে ।
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বুধবার, ৫ চৈত্র ১৪২৯, ২২ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।