বাবা-মা যদিওবা দিয়েছে জন্ম
কিন্তু স্রস্টা তো করেছে সৃষ্টি ।
তাদের সনে মতানৈক্য হলেও
দুঃখ নেই পাবে প্রভূর সুদৃষ্টি ।
তবে ন্যায়ের সাথে ভাই ঠান্ডা
মস্তিষ্কে চালাও জীবন যুদ্ধ ।
শুধুই মতানৈক্যের জন্য অনন্য
তুমি করনা কর্ম প্রথা বিরূদ্ধ ।
এ দেশের ঘরে ঘরে প্রতিভারা
আাহা কতনা মাথা ঠুকে মরে !
ঘটাতে পারে না বিকাশ সময়
মতো শুধুই ক'টা টাকার তরে ।
প্রজন্মের সাথে জন্মান্তর ধরেই
চলা মতানৈক্যই এর কারণ ।
বাবা-মার মন মতো না হলেই
সবটাতেই তারা করে বারণ ।
ব্যর্থ বাবা-মারা চায় ওদের ব্যর্থ
স্বপ্নগুলো সন্তানই পূরণ করবে ।
আফসোস বাবা-মারাও জানেনা
স্রস্টা সৃষ্টিকে তার মতো গড়বে ।
সন্তানদের বাধ্যগত রাখতে দেয়
তারা মনগড়া ধর্মের দোহাই ।
তাই অসচেতন বাবা-মার জন্যই
মেধাহীন জাতির দুর্ভোগ পোহাই ।
রাতঃ- রাত ১০:৩০টা, বুধবার, ৫ আশ্বিন ১৪৩০. ২০ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।