তুমি দেখতে সুস্থ সবল হলেও
আসলে বুদ্ধি প্রতিবন্ধী ।
তা না হলে অযথাই বা আমায়
কেন বানাবে প্রতিদ্বন্দ্বী ?
তোমার আমার লক্ষ উদ্দেশ্যটা
তো পুরোপুরিই ভিন্ন ।
তবু তো তুমি প্রতিদ্বন্দ্বী বানিয়ে
সুসম্পর্কটা কর ছিন্ন ?
হীন স্বার্থ চরিতার্থে যারা করে
অন্তরে কুকামনা বাসনা ।
তারাই অন্যকে প্রতিদ্বন্দ্বী বলে
আঁটে ষড়যন্ত্রের কল্পনা ।
যদি কাজ কর কল্যান চিন্তায়
নিন্তান্তই সৎ উদ্দেশ্যে ।
তবে প্রতিদ্বন্দ্বীতা ভুলে সবাই
পাশে দাঁড়াবে সহাস্যে ।
রচনাকালঃ- রাত ১১:৪৬টা, ৫ শ্রাবণ ১৪৩০, ১ মহরম ১৪৪৫, ২০ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।