সমাজ সমাজ করে কেন এতো কান্না কর ভাই ?
নাইরে নাই হেথায় সমাজ বলে আর কিছু নাই ।
ঐ আর্দশ সমাজ কবেই তো পুড়ে হয়েছে ছাই !
নাকে সর্বদাই সমাজের পোড়া পোড়া গন্ধ পাই ।
প্রতারকরা প্রবঞ্চকদের জন্যও পেতে রাখে ঘাই ।
প্রতারক আর প্রবঞ্চক সবাই আবার ভাই ভাই !
সর্বাবস্থায় সবাইকে দেখি শুধুই করে খাই খাই !
প্রতারকরা সারাক্ষণ শুধু করে চলে প্রতারণাই ।
প্রবঞ্চকরা ঘুরেফিরে ওদের কাছে পরে সর্বদাই
বলে উপায় তো নাই তাই তাদের গুন গান গাই ।
ভেদাভেদ কেন ভাই ? সবে তো দেখি আমরাই !
সবার চাই কাড়ি কাড়ি টাকা কড়ি উপরি কামাই ।
সেবার নামে হেথায় শুধু শোষনই চলছে তাই ।
দ্রব্যমূল্যের দামও তাই বেড়ে চলেছে ধাই ধাই ।
প্রতারক জানে প্রবঞ্চককে দিতে হয় কি দাওয়াই ।
দিলেই হলো সস্তায় বস্তা পচা ঐ মগজ ধোলাই ।
আমরাও ন্যাড়া মাথায় বারবার বেলতলায় যাই ।
শেষমেষ আর কি ? আছে না আল্লাহর দোহাই !
রচনাকালঃ- রাত ১১:৪৯টা, রবিবার, ১০ আশ্বিন ১৪২৯, ২৫ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।