পৃথিবীটা পরীক্ষা কেন্দ্র হেথা করতেই হবে পাশ
নইলে সুন্দর এমন মানব জনমের হবে সর্বনাশ
হেথা পরীক্ষায় পাশের মতো নয়তো কঠিন কিছু
দয়াময় প্রভূই তো প্রশ্নপত্র করে দিয়েছেন ফাঁস !
অথচ ক্ষণিকের এ পরীক্ষা কেন্দ্রে সবকিছু ভুলে
করছি কতই না রঙ তামাশা নাচছি কাপড় খুলে
তবু প্রভু দয়াময় সবসময় মোদের উপর করেন
কৃপা, তার করুণাধারা আজও তো নেননি তুলে !
তবে কি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে হয়েছি অহংকারী
তার করুণাধারা পেয়েও হলাম না শুকরগুজারী
অবস্থা দৃষ্টে আরও মনে হচ্ছে উল্টো তাকে শত্রু
বানিয়ে আমরা তার হয়েছি যেন বড় বিবাদকারী ।
হায়রে ! মানুষ রঙিন ফানুস এটুকুই ভাবলে না
জীবনটা আর কয়দিনের বা কভুও কি মরবে না
হাতি ঘোড়া গেল তল তুই ভেড়া বলিস কত জল
রসাতলে সব গেল চলে তবু আজও বুঝলে না !
রচনাকালঃ- বেলা ৩:১৬ সোমবার, ২৬ আষাঢ় ১৪৩০,
১০ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।