যে গর্ত খুঁড়ে পরের তরে তাতে যে নিজেই
পড়ে; তা আজও বুঝেনা অনেক নির্বোধ ।
কারো অনিষ্ঠ করলে তারা অসহায় হলেও
হবে কি, প্রকৃতিই নেবে তার প্রতিশোধ !
আমাদের সন্তানদের নানা মাদক গেজেটে
নেশাগ্রস্থ করে আজ ফায়দা নিচ্ছে যারা ।
সর্বন্নোত হয়েও স্বীয় সন্তানদেরকে উম্মাদ
হওয়া থেকে রক্ষা করতে পারে কি তারা ?
ভিডিও গেইমস উদ্ভট কার্টুন কিবা সিনেমা
দেখিয়ে সন্তানদের করছে মস্তিষ্ক বিকৃত ।
তারা যতই হোকনা আধুনিকতার দাবীদ্বার
এহেন ঘৃন্য কর্মকাণ্ডে তারা চরম ধিকৃত ।
তারা হয়তো চায় আমাদেরকে মেধা শুন্য
করে তাদের প্রজন্মের বানাবে দাস ।
তাই তাদের প্রজন্মকে তাদেরই উম্মাদের
হাতে যখন তখন হতে হয় সর্বনাশ !
তারা বিনোদনের নামে সরবরাহ করেছে
ফ্রি ফায়ার-পাজবি ধ্বংসাত্মক কত গেইম ।
আর আমাদের প্রজন্মের মেধা মনন বিনষ্ট
করে করতে দেয় না লাইফ ইন এইম ।
বৃটিশদের মতো কলোনি গড়ে আমাদের
যেহেতু তারা করতে পারছে না শাসন ।
তাই প্রযুক্তিগত দুর্বৃত্তায়নে আমাদের মন
নিয়ন্ত্রণ করে তারা চালাচ্ছে আগ্রাসন ।
তাতে বুমেরাং হয়ে নিজেদের মাঝে ফিরে
এলেও সব, ওদের আজও ফিরে না বোধ ।
মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, তাই তো
প্রকৃতিই নিচ্ছে এর প্রতিশোধ !