ফেলে আসা চরম ব্যর্থ অতীতের ঐ তিক্ত অভিজ্ঞতা
নিয়ে নিজেকে আর ধরে রাখার সাধ্য থাকে কার ?
হ্যাঁ সব ঝড় ঝঞ্ঝা চড়াই উৎড়াই পেরিয়েও যে থাকে
অটল অবিচল সুস্থ সবল অপার সম্ভাবনা তো তার ।
আসলে প্রভু ও প্রকৃতিই তো তাকে তৈরী করেছে যে
তিল তিল করে পৃথিবীতে অবদান রেখে যাবার তরে ।
অতীত হতে শিক্ষা নিয়ে যে ভেঙ্গে চূড়ে নিজেকে শুধু
নিরবে গড়ে সেই তো তার নামটি রাখে অমর করে ।
পুনঃপুন ব্যর্থতায় যারা নিজেকে ইস্পাত কঠিন করে
না তুলে প্রকাশে অসহায়, জীবনে সেই হেরে যায় ।
এ পৃথিবীতে যে যত মহান তার তত রয়েছে গ্লানিকর
নিপীড়ক অতীত, ইতিহাসে যা স্বর্ণাক্ষরে স্থান পায় ।
অতীত সবাইকে ধরিয়ে দেয় অভিক্ষতার এক অমূল্য
ঝুলি, কেউ তারে রাখে সযত্নে কেউ করে অবজ্ঞা ।
সময়ের শিক্ষা অর্জন বিনা মানবকূল সমৃদ্ধই হয়েছে
কিনা সন্দেহ, বরং অতীত থেকেই তার আসে প্রজ্ঞা ।
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বুধবার, ২ জৈষ্ঠ্য ১৪৩০,
১৬ মে ২০২৩, উত্তরা এয়ারপোর্ট রেলওয়ে ষ্টেশন ।