প্রচণ্ড দুঃসাহসিক অভিযাত্রায় যখনই
ক্রমাগত উঠছিলাম স্বপ্ন চূড়ায় ।
ঠিক তখনি আমার উদার বুক বিদীর্ণ
করে তোমার ছোড়া বর্ষায় ।
মুমূর্ষু এই অবস্থায় আজ কেউই নেই
পাশে হায়! এমন দূর্গম গিরিতে ।
অবিরত শুধুই রক্ত ক্ষরণ হচ্ছে হেথা
এই উঠে আসা গিরির সিঁড়িতে ।
একদিকে স্বপ্নকে করতে জয় আরেক
দিকে শোকহত ভগ্ন হৃদয় ।
ভুলেও ভাবিনি এতো দুর্বিষহ সময়
তুমি এনে দিয়ে হয়ে উঠবে নির্দয় ।
সেই স্বপ্ন যাত্রায় লক্ষ্যভ্রষ্ট হবার ভয়ে
চাইনি কারোই প্রেমে মজে যেতে ।
তোমার স্বজন পরিবারকে আমারও
স্বজন ভেবে চেয়েছি কাছে পেতে ।
সৌন্দর্যের জন্যে নয় তোমার পুরোটা
পরিবারের আদর্শে গুনবিচারী ।
আর আমিও কখনো ছিলাম না শুধুই
সুন্দরের পুজারী ।
আজ তুমি সেই সুদূরে সুখেও আছো
হয়তো ফেলে পরিবার পরিজন ।
আর আমি অশরীরি আত্মার মতোই
নিত্য ওদের দেখে করি ক্রন্দন ।
ভাবি মৃত ভেবে হয়তো ওরা আমাকে
দেখেনা কিন্তু আমি ঠিকই দেখি ।
যখনই পরমমমতার সেই স্বজনদের
দেখি আর তখনই ভেজাই আঁখি ।
তুমিই বল যাদের আপন করেই স্থান
দিয়েছিলাম হৃদয়ের মণিকোঠায় ।
খুব চেয়েছিলাম তাদেরকে আজীবন
রাখবো পাশে, তারা যে অসহায় ।
কিন্তু হায়! জীবদ্দশায় তোমরা সবাই
আচানক হয়ে গেলে পর ।
আমি সর্বহারা দিশেহারা পাগলপারা
হয়ে পথে পথে ঘুরবো জীবনভর ।