আগে ভাবতাম মানুষ যেভাবে হচ্ছে
শিক্ষিত তাতে জগৎ হবে সুসভ্য ।
কিন্তু কই ? দিনে দিনে মানুষেরা যে  
আরও হচ্ছে অযোগ্য-অভব্য-অসভ্য !

ভেবেছিলাম সুশিক্ষায় সব সুশিক্ষিত  
হয়ে ছুঁড়ে ফেলবে সকল কুসংস্কার ।
সতীদাহ, বিধবাবিবাহের মতো অন্য
কিছুতেও আনবে আমূল সংস্কার ।

কিন্তু নাহ্, এখন যতই শিক্ষিত হচ্ছে
ততই যেন হচ্ছে গোঁয়ার-অথর্ব ।
উল্টো ওসব কুসংস্কার নিয়েই তারা
করছে আরও বুক ভরে গর্ব !

কি আশ্চর্য ! এতো শিক্ষিত হয়েও
মানুষের মোটে হয়না কাণ্ডজ্ঞান !
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কি সবে
হচ্ছে ভয়ানক শিক্ষিত শয়তান ?

আসলে আজকাল সবকিছু ভেজাল
বলে সবকিছুতেই থাকছে খুঁত ।
যে সর্ষে ভূত তাড়াবে তাতেও যদি
থাকে ভূত, সত্যি কি অদ্ভুত !


রচনাকালঃ- বিকাল ৫:২৭টা, শুক্রবার, ৮ ভাদ্র ১৪৩১,
২৩ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।