তোমার নির্বোধী কর্মকাণ্ডে আমি তোমাকে করবো ঘৃণা
কিন্তু না, তুমিই আমাকে ঘৃণা করছ চওড়া করে সিনা !
তাই ভাবছি এর জন্য আমার উদারতাই দায়ী কি না ?
আসলে আমার শিক্ষা দীক্ষায় মানুষকে মুল্যায়ন
করার ছিল যে ভাই কঠোর নির্দেশনা...
তাই ধনী গরীব জাত-পাত আমি ভেদাভেদ করি না ।
আমি কি জানিনা আমাকে অবমূল্যায়ন করছ কিসে ?
অহংকার আমার ধর্ম চেতনা পরিপন্থী বলে আমি
চলি ভিখারির বেশে, মাটির সাথে মিশে ।
সেই সুযোগে তুমি আমায় তোমার বর্ণ বিদ্বেষী ফণার
দংশনে জর্জরিত করতে চাও কি নীল বিষে ?
মারতে চাও কি তোমার অহংকারী জুতোর তলে পিশে ৷?
রচনাকালঃ- রাত ১১:০১টা, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।