নিন্তান্ত খেয়ালের বসে হুটহাট করে
যদি নিয়ে ফেলি কোন উদ্যোগ ।
তবে অনাদিকালের তরে স্বীয় ঘরে
নিশ্চিত ডেকে আনবো দুর্যোগ ।
যেহেতু এতে সুদূরপ্রসারী লক্ষ্য নেই
তদুপরি এলে প্রাপ্তির আত্মতৃপ্তি ।
এমন উদ্যোগের মৃত্যু হবে অচিরেই
ঐ তৃপ্তিতে তার থেমে যাবে ব্যপ্তী ।
লক্ষ্য উদ্দেশ্যহীন ভাবে করা কাজে
সফলতাও আসবে না কোনদিন ।
সুনির্দিষ্ট কাজহীন মরতে হবে লাজে
মানুষের সাজে না চলা লক্ষ্যহীন ।
দক্ষতার সঙ্গে থাকি লক্ষ্যে অবিচল
তা শেষ পর্যন্ত করলে ধৈর্য্য ধরে ।
হাতেনাতে পাবো ফল হবোই সফল
হয়তো দুই দিন আগে বা পরে ।
এবং এক সফলতায় নয় থেমে থাকা
এটি যে একটি চলমান প্রক্রিয়া ।
সর্বদা সচল থাকুক তার সকল চাকা
নচেৎ ঘটতেও পারে প্রতিক্রিয়া ।
রচনাকালঃ- বিকাল ৫:১৫ টা, শনিবার, ১৮ অগ্রহায়ণ ১৪২৯, ৩ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।