এবার তো জমবে দারুণ আগরতলা
শুধু রইল না তথায় কবি চাঁছাছোলা !
তবু হোক সফল এই প্রাণের উৎসব
স্মৃতি হয়ে থাক সব কবিদের কলরব ।
আমাদের পরিবার আরও হোক বৃদ্ধি
এমনিভাবে আসুক তার ঐক্য সমৃদ্ধি ।
বিশ্ব বাঙালিরই হোক তা মিলনমেলা
কথা হোক তথা সব মন খোলামেলা ।
বিশ্ব বাঙালির বন্ধন আরও দৃঢ় হোক
তার দ্যুতিতে উজ্জ্বল হবেই ভূলোক ।
সশরীরে তথায় না পারলেও যেতে
সারাক্ষণ সেই অনুরণনে রবো মেতে ।
সানন্দ চিত্তে তাই জানাই শুভকামনা
হোক তাতে মহানন্দেরই অবতারণা ।
রচনাকালঃ- দুপুর ১২.২৯টা, শুক্রবার, ২৭ শ্রাবণ ১৪৩০, ২৩ মহরম ১৪৪৫, ১১ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।