আদিকালের সকল পদ্ধতিগুলোই করে দিয়ে বাঞ্চাল
আমরা এখন খাই সবাই অটোমেটিক মেশিনের চাল
কৃত্রিম খাদ্য এখন প্রতিদিনের প্রতিপাদ্য
প্রাকৃতিক খাদ্যকে তাই ভাবছিও অখাদ্য
মাথা নষ্ট হয় দেখে বিজ্ঞাপনে তারকারাজির প্যাঁচাল
তদুপরি থাকে যদি মুনাফাখোর সিণ্ডিকেটের কুটচাল ।
তাই ভুলেও গিয়েছি খাদ্যের প্রাকৃতিক স্বাদ রূপ গন্ধ
আধুনিকতার নামে আমরা চাকচিক্য প্রদর্শনে যে অন্ধ
নিজের সাথেও নিজে করছি কত মেকি
তাই দেখে অভিমানে স্বর্গে গেল ঢেঁকি
এখন চাইলেও পাইনা চিরতরে সেই পথ করেছি বন্ধ
সেদিনগুলো ফেরাতে কেউ লিখে কতেক মাত্র প্রবন্ধ ।
কিন্তু কেউই নেয় না তার সমাধানের কোন উদ্যোগ
সমস্যাগুলোও করছে আরও ভোগান্তিতে মাত্রা যোগ
অশিক্ষিত পূর্ব পুরুষেরা যা খেয়েছেন
অভিজাত সচেতনরাও তা আজ চাচ্ছেন
অসমাপ্ত..