নারী-পুরুষের উচ্চ শিক্ষায়
জানি না সমাজ কি পেলো ?
কিন্তু একান্নবর্তী পরিবারের
যেন বারোটা বেজে গেলো !
পরিবার বলতে কিছুই রইল
না এখন সব এলোমেলো...!

এ শিক্ষা জ্ঞান বাড়ায় নাকি
শেখায় শুধু আমার আমার ।
বেশী শেখায় বুঝিবা ভোগ-
সম্ভোগ ও আত্ম অহংকার !
তাইতো চারিদিকেই আজ
এতো ধ্বংসের কারবার...!

এই শিক্ষা দ্বারা উৎপাদিত
ঠিক এমনই একটি ক্রিয়া ।
আদর করেই হয়তো তার
নামটি দিয়েছে পরকীয়া ।
আহা ! কতজনের যে প্রাণ
কাড়ে কত ভাঙে হিয়া....!

খুনিরা তো মাত্র একজনের
প্রাণ কেড়ে পাঠায় জান্নাতে ।
কিন্তু পরকীয়ার পাপ ঘুচেই
না যে বহুজনেরও কান্নাতে ।
তা ঠেকানো যায় না, ভরে
দিলে হীরা-চুনি-পান্নাতে...।

অধিকার সচেতন ঐ জনগণ
তবু থাকে এ অপকর্মে লিপ্ত ।
স্বজন সন্তানরা হলেও বলির
পাঁঠা, ওরা যে থাকে অতৃপ্ত ।
প্রভুকে ওদের পরোয়াই নাই
কি যে হবে তিনি হলে ক্ষিপ্ত..?


রচনাকালঃ- রাত ১১:৪৫টা, রবিবার,  ২১ মাঘ ১৪৩০, ৪ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর,  ঢাকা ।