শক্তির মদমদ্দতায় আর নিরঙ্কুশ ক্ষমতায়
প্রায় সময় মানুষ হয়ে যায় উন্মাদ অন্ধ ।
প্রতি পলে পলে যায় যে সে রসাতলে কিন্তু
তার উপলব্ধির দরজা তখন রহে বন্ধ ।
নিয়ত ভাবে সে গেছে ধরা ছোঁয়ার বাইরে
তাকে বধিবার শক্তি আর কারো নাইরে ।
যা খুশি তাই করার শক্তি সামর্থ্য যে আছে
তাই দুনিয়ার সবটাই তার চাইরে ।
তখনই সে হিতাহিত ভুলে সীমারেখা তুলে
ভেঙ্গে ফেলে প্রকৃতির নিয়ম নীতি ।
ব্যস্ তাকে আর পরেও না দরকার শাস্তির
আওতায় এনে ভোগ করাতে পরিণতি ।
সে তো নিজেই খনন করবে নিজের কবর
নমরুদকে যেমন নিপাত করেছিল মশা ।
হে মানুষ কেন মিছে দাম্ভিকতা করে চল
দেখনি নমরুদ ফেরাউনের করুন দশা ?