একের পর এক পর্দা হলো ফাঁস
তবু মিটে না বেহায়া মনের আশ
সবার চোখে সর্বদাই ধুলো দিয়ে
করতে চাইছে মহা সুখে বসবাস ।
ভাবে না কি পরিনাম হবে পাছে
ওরা কি যায়না কভু গুরুর কাছে
হায়! তথ্য প্রবাহের এ যামানায়
অবাক লাগছে এমনও মুর্খ আছে ?
ওরা কি জানে না কোন ইতিহাস
জানে না ভাগ্যের নির্মম পরিহাস
এমন নির্বোধেরা নিজেরাও মরে
সঙ্গে জ্ঞাতিগোষ্ঠীও করে সর্বনাশ !
আজকাল ছাগলরাও অনেক বুঝে
হীনস্বার্থে স্বজাতির সনে না যুঝে
কিন্তু ওদের মতো অপরিনামদর্শী
বিশ্বে আর কোথাও পাইনা খুঁজে !
ঘিলু ভর্তি বদমাসি নেই তো গুন
অথচ লাভবান হতে চায় বহুগুণ
বোধবুদ্ধি রইলে কি কেউ নিজের
ঘরে নিজেরাই লাগায় রে আগুন ?
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, রবিবার, ১৭ বৈশাখ ১৪৩০, ৩০ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।