একাধিক সন্তানের পিতামাতাগন
সন্তান নিয়ে করেন কিছু মহাভুল ।
নিদারুণভাবে যে ভুলগুলির জন্য
একদিন তারা দেনও চড়া মাশুল ।
সিংহভাগ পিতামাতাই সন্তানদের
দেখভালে ব্যর্থ সমভাবে সুনজরে ।
যেন রাজার ন্যায় ঘোষণায় করেন
কাউকে বঞ্চিত কাউকে দেন ভরে ।
অনেকেই তাদের একতাবদ্ধভাবে
না চালিয়ে শেখান উল্টা মতভেদ ।
সারা জীবন তারা তাইতো গড়েও
চলে নিজেদের মধ্যে যত বিভেদ ।
অকালে রোজগার করে খাওয়াবে
বলে ছেলেকেই দেন মুরগীর ঠ্যাং ।
বৃদ্ধকালে ঐ ছেলেই পিতামাতাকে
তাড়িয়ে দেয় ঠ্যাং দ্বারা মারে ল্যাং ।
মেয়েরা যাবে পরের ঘরে তাইতো
অনাদরে মুরগীর গলা দেয় তুলে ।
প্রকৃতির সুষ্ঠু বিচারে একদিন গিয়ে
পড়েন সেই মেয়েরই গলায় ঝুলে !
পরিবারই মানুষের প্রথম পাঠশালা
তাই পিতামাতা হয়ে শেখান সমতা ।
সন্তান হবে জ্ঞানবান রাখবে সর্বদা
সবারই সুনজরে বুকে রেখে মমতা ।
রচনাকালঃ- বেলা ৩:০০টা, বুধবার, ২৯ জৈষ্ঠ্য ১৪৩১, ১২ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।