জ্ঞানী ভাবে সে জানেনা কিচ্ছু
কিন্তু মুর্খরাই সবজান্তা শমসের ।
পিড়ির মানুষরা চেয়ার দখলে
দন্ডমুণ্ডের কর্তা বনেছে দেশের ।
শিক্ষক চিকিৎসক কিবা সেবক
আজকাল পাঠ চালায় সন্ত্রাসের ।
দেশটা এখন ইজারার সম্পত্তি
আয় রোজগারী পথ বদমাসের ।
প্রতিবাদ কেউ করতে গেলেই
খবরও আসবে তার প্রাণনাশের ।
শেষ যামানার এই সব কীর্তি
ভবিষ্যৎবাণী যে আল-হাদিসের !
শিয়ালদের মুরগী বর্গা দিয়ে
জনতার সংকট আজ বিশ্বাসের ।
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বুধবার, ৬ বৈশাখ ১৪৩০, ১৯ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।