পিপিলিকারা তো মহাখুশী আচানক পেয়ে ডানা
দিগ্বিদিক তাই ছুটোছুটি করে যেন বাধ না মানা ।
গর্তের জীবনার্বতে সর্বদা দেখেছে শুধু অন্ধকার
আলোর দীপ দেখে তাদের তর সয়না যে আর ।
বারবার তাই ঝাঁপিয়ে পড়ে তারই উপরে গিয়ে
যেথা হতে আর ফিরেনা তারা প্রাণ হাতে নিয়ে ।
মেঘ না চাইতে বৃষ্টি যেমন মনকে করে উতালা
ডানা পেয়ে অজানা আগুনে মিটায় মনের জ্বালা ।
তারা বুঝেনি ডানাগুলো গজেছিল মরারই তরে
জালেমরাও বেশী বেড়ে গিয়ে এমনিভাবে মরে ।
রচনাকালঃ- রাত ১১:৫০টা, শনিবার, ২৩ বৈশাখ ১৪৩০,
৭ মে ২০২৩, মিরপুর, ঢাকা ।