এতোদিন কোথায় ছিলে রে তোরা ?
দেখোনি ঐ ফিলিস্তিনে নিত্যদিনে
ওরা পড়ছে মারা হচ্ছে ঘর ছাড়া...
এতোদিন কোথায় ছিলে রে তোরা ?
দেখোনি সেসব সন্ত্রাসীরাই স্বদেশ
রক্ষাকারীদের সন্ত্রাসী বলে যারা ।
ওরে- যত্তসব মুখোশধারী আগ্রাসী,
সত্তর বছর দেশ রক্ষায় যারা রক্ত
দিচ্ছে ওদের তুমিও বল সন্ত্রাসী ?
রে ভদ্রবেশী সকল ভণ্ড সাধু সন্নাসী,
তোরাও কি রক্তপিপাসু ভ্যাম্পায়ার,
মনে মনে পুষছো যত বদমাশি ?
নইলে কিভাবে কর তাদের সমর্থন ?
যারা সর্বাধুনিক শক্তি দ্বারা সেই
পবিত্রস্থানে সদা করে খুন ধর্ষণ ।
তাদের প্রতি কেন দুর্নিবার আকর্ষণ ?
কেঁদে ভাসাচ্ছ বুক সারাক্ষণ করছ
তাদের তরে আশীর্বাদও বর্ষণ ?
শোন রে সকল ভণ্ড পাষণ্ড খবিশ খল,
যারা হুংকার ছেড়ে, সহানুভূতি করে
পক্ষ নিয়েছ ঐ দখলদারের দল ।
তোরা কস্মিনকালেও হবে না সফল,
অচিরেই সেই ইসরায়েলের সাথে
ধ্বংস হবে তোদের সদলবল ।
একদিন স্বাধীন হবেই এই ফিলিস্তিন,
ইসরায়েলী নামের নরপশুদের রক্ত
গঙ্গা দ্বারা শোধিবে সমস্ত ঋণ ।
ক্ষণে ক্ষণেই বেজে উঠছে মরণ বীণ,
রক্ত ঋণ রক্ত দ্বারাই শোধিতে হয়
তোদেরও ঘনিয়ে এসেছে সেদিন ।