দিন গড়াচ্ছে যত পৃথিবীটাও তত
পাপে হচ্ছে নিমজ্জিত ।
পাপ করে কেউ করেনা অনুতাপ
হয়না মোটেও লজ্জিত ।
বরং সেটাকেই নানান সঙা দিয়ে
বলে সেই কর্মই মহান ।
তারা দৃঢ় চিত্তে উদাত্ত কন্ঠে করে
ঐ পাপের পথে আহ্বান ।
নানান তথ্য উপাত্ত দিয়ে দেখায়
কতই না খোঁড়া যুক্তি ।
বলে ঐ সকল ধর্ম কর্ম বাদ দাও
এতেই তো আসল মুক্তি ।
ঐ ভোট প্রত্যাশী গনতন্ত্র তাতেও
করছে আইন পাশ ।
তিল তিল করে গড়া সমাজটাকে
সভ্যরাই করছে সর্বনাশ ।