পাগল পাগল বলে তারে কভু করিস নারে উপহাস
পাগল যে কেউ এমনি হয়না থাকে করুণ ইতিহাস ।
মনে কত না আঘাত পেয়েই তো মানুষ হয় পাগল
কাউকে পাগল হতে দেখে কেউ বনে যাসনে ছাগল ।
বগল বাজাতে বাজাতে করিস নারে দেখে মহানন্দ
প্রভু যেন করে না কভু এমন কারো ভাগ্যটাকে মন্দ ।
পাগল তাকে বানিয়েছে দেখো তারি কোন প্রিয়জন
ঐ একজনারই আঘাতে সদা কাঁদে তার সব স্বজন ।
সে মরে গেলে ভালো থাকতো প্রভু দয়াময়ের কাছে
কিন্তু না মরে না বেঁচে সে সবারই যন্ত্রণা হয়ে আছে ।
মানুষ হয় রে পাগল কোন না কোন মানুষেরই জন্য
যদিও কেউ কাউকে পাগল বানিয়ে কভু হয়নি ধন্য ।
সামান্য স্বার্থের জন্য কর না কারো জীবনকে বিপন্ন
দুনিয়ার জীবনে হেন কর্মে হয় নাতো ভাগ্য সুপ্রসন্ন ।
আহা ! কত আশায় প্রভু যারে পাঠালো এ দুনিয়ায়
তারি আরেক সৃষ্টি কেনই বা কাউকে পাগল বানায় !
রচনাঃ- সকাল ৯:৩৫টা, রবিবার, ৭ কার্তিক ১৪২৯, ২৩ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।