কলুরবলদের মতো সব জুলুম মেনেই
দাসত্বের বোলচালে হয়েছি রপ্ত ।
সকল অনাচার অবিচার দৃষ্টে মনে হয়
আমরা জাতিগতভাবেই অভিশপ্ত !
অতি পুষ্টিকর ও পবিত্র দুধ গোয়ালা
নিজে বাড়ি বাড়ি বেঁচে বাকিতে ।
কিন্তু জীবন ধ্বংসকারী মদ নেশাদ্রব্য
দূর হতে গিয়ে নগদ হয় আনতে ।
কারণ এ জাতি যে বই বেঁচে ফুটপাতে
আর জুতো বেঁচে সাজিয়ে শোকেসে ।
শিক্ষিত জ্ঞানীকে করে জেল জরিমানা
আর মুর্খরা নেতৃত্ব দেয় এই দেশে !
অর্থ পরিশোধে অপারগ সাধুকে বলি
ভণ্ড প্রতারক ঠগ বাটপার ।
অথচ নেতা কর্তা সেবক সেজে যারা
দেশ লুটে তাদের ডাকি স্যার ।
কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার !
একই বলে বুঝি যুগের যাতনা ।
কারণ আমারা যে শাশ্বত ধর্ম উপেক্ষা
করে গ্রহণ করেছি মনুষ্য সৃষ্ট চেতনা !
রচনাকালঃ- রাত ১১:৫৪টা, রবিবার, ১৯ ফাল্গুন ১৪৩০, ৩ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।