তোমার রক্ত এখন গরম
তাই মেজাজ উঠছে চরম
বলছি না নরম থাকো সর্বত্র বা সর্বাবস্থায় ।
বল কাউকে করি না ভয়
নাইবা করলে তা না হয়
তবে শেষে যেন জীবন বিপন্ন হয়ে না যায় !
করনা ভাই যা ইচ্ছে তাই
সবকিছুর সীমা থাকা চাই
তবে কেউ বা চাইলেই হয়না কেউ ধ্বংস ।
তোমার ক্রমাগত ঔদ্ধত্য
দমাতেও পারবে না সত্য
বরং তুমি নিজেই ধ্বংস করবে নিজ বংশ ।