যার ভক্তকূল সদাই থাকবে ব্যকূল
করে দেখাতে কাজ অতিরঞ্জিত ।
অচিরে কাঁধে তার বর্তাবে দায়ভার
সহসাই সে হবে চরম লাঞ্চিত ।
কেউ হলে প্রশংসায় পঞ্চমুখ তাতে
যারা খুঁজে পায় স্বর্গ সুখ...
তারাই শয়তানি চর্চার পৃষ্ঠপোষকে
ছড়ায় সমাজ বিধ্বংসী এ অসুখ ।
প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ববিনা ভক্তবৃন্দ হবে
তার দৃষ্টি আকর্ষণে অতিউৎসাহী ।
অযোগ্যরা যোগ্যতা দেখাতে গিয়ে
সীমা লংঘন করে হয় গুমরাহী ।
অপরিণামদর্শী নেতার ভক্তকুলেরা
সবি হয় যে চরম রকম স্বার্থান্ধ ।
তারা তার বদান্যতা পেতে থাকবে
মেতে রাষ্ট্র সমাজের ছড়াবে গন্ধ ।
মূলত নেতার নীচু মানসিকতা আর
অদূরদর্শিতা এর জন্যে দায়ী ।
আর যার জন্যই সমাজ ও সংসারে
এর ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ী ।
রচনাকালঃ- বিকাল ৪:২৪টা, বুধবার, ৮ ভাদ্র ১৪৩০, ২৩ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।