চারদিক বিছিয়ে রেখেছি কাঁটা
কোন পথেই আর যায় না হাঁটা
করতে গিয়ে ফন্দি
নিজের জালে বন্দী
হলাম আমি দফাদারের ব্যাটা ।
ভেবেছি সবাইকে বোকাসোকা
তাই চেয়েছি দিতে সুক্ষ ধোকা
জারিজুরি হলে ফাঁস
নিজের করি সর্বনাশ
গোবরভর্তি মাথা খেলো পোকা ।
আসলে অতি লোভে তাতী নষ্ট
গুরু ছাড়া চলেই হলাম পথভ্রষ্ট
ইহকাল কি পরকাল
সবি তো হয় বেহাল
নিজ নির্বুদ্ধিতায় স্বজন পায় কষ্ট ।
মানি নাতো প্রভুর মনোনীত ধর্ম
করি না মোটেও যে কভু সৎকর্ম
হীনস্বার্থে ভেঙ্গে প্রথা
যাচ্ছি আমি যথাতথা
বুঝি নাই যে জীবনের নিগুঢ় মর্ম ।
রচনাকালঃ- রাত ১১:৫০টা, বুধবার, ১৪ পৌষ ১৪২৯, ২৮ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।