চুন খেয়ে মুখ পুড়েছ এখন
দৈ দেখলেও ডরাও ।
ভালো কিছু বলতে গেলেও
উল্টো হচ্ছো চড়াও ।
আগে লোভে পড়ে টোপটা
গিলে খেয়েছিলে ধোকা ।
যখন প্রকৃতি প্রতিদান দিল
তখন ভূল বুঝলে বোকা !
অতি চালাকের গলায় দড়ি
সাধে কি সবাই বলে !
পুঁটিমাছ লাফায় বেশী রুই
কাতলারা গভীর জলে ।
তবুও নিজেকে প্রকাশ কর
যেন তুমি সেরা জ্ঞানী ।
নৌকা চালাও যে জবরদস্ত
হালে না পেলেও পানি !
রচনাকালঃ- রাত ১২:২৭টা, রবিবার, ১৫ শ্রাবণ ১৪৩০,
১১ মহরম ১৪৪৫, ৩০ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।