অসির চেয়ে মসি-ই বড়
লোকেরা বলে প্রবাদে ।
কথাটি যে কঠিন অর্থবহ
বলেনি মোটেও স্বাদে ।

অসিতে ধ্বংস বর্তমানটা
মসিতে ধ্বংস ত্রিকাল ।
ধ্বংস সৃষ্টি দুটিতেই মসি
অপ্রতিদ্বন্দ্বী যে চিরকাল ।

উগ্র মস্তিষ্কে হঠাৎ হয়তো  
কিছু রক্ত ঝরায় অসি ।
কিন্তু ঠান্ডা মাথায় নীরবে
কালজয়ী হয় তো মসি !

খোদার আরশ হতে মসি
এসেছে গড়তে সভ্যতা ।
তাই তাকে কভু উচিৎ নয়
দেখাতে মোটে অভ্যতা ।

সত্য প্রকাশে নিষ্ঠাবান সে
হয়না কোথাও নতজানু ।
তাই তার সদ্ব্যবহারে হওয়া
চাই একটু বেশিই ঝানু ।

মসির কালিতে কাপুরুষরা
যখন বানাতে যায় তেল ।
সাময়িক স্বার্থ হাসিল করে
সমাজে সাজে আতেল !

রচনাকালঃ- বিকাল ৫:২৯টা, শুক্রবার,  ২১ আষাঢ় ১৪৩১, ৫ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।