ওরে অরুণ প্রাতের তরুণ দল,
কোথাও পেলে এতো শক্তি বল ?
অকাতরে বুকের সব রক্ত ঢেলে
দেশবাসীর ঘুম ভাঙিয়ে করলে
সবাইকে আজ এতো প্রাণচঞ্চল !

কোথায় পেলে গো এতো শক্তি,
কোথায় ছিলো এতো দেশ ভক্তি ?
আমরা লজ্জিত সবে দেখে আজ
ছিঃ ছিঃ ছিঃ এই তোদের নিয়েই
হতাশায় করেছি কত খেদোক্তি !

তোমরা কাঁপালে জালেমের ভীত
শিক্ষাও তাদেরকে দিয়েছো উচিৎ
বাঘ সিংহরা বন্দীদশায় বার্ধক্যে
গেলেও, দেশবাসী হতাশ হলেও
তোদেরই তো শেষে হলো জিৎ !

তাই দেশের সকল গুণী বিজ্ঞ
সবাই দেখি আজ ভীষণ কৃতজ্ঞ
তাদের দোয়া আশীর্বাদে এইতো
বড়জোর দুদিন বাদে, নিপাত
হবে যত জালেম মুর্খ অজ্ঞ ।  

ওরে অরুণ প্রাতের তরুণ দল,
তোদের ভবিষ্যৎ খুবই উজ্জল !
সুনিশ্চিত বিজয়ের নিকটে এসে
দেশ ও জনতাকে ভালোবেসে
হারাসনে তোদের এ মনোবল ।

রচনাকালঃ- রাত ১১:৪৫টা, মঙ্গলবার, ১৬ শ্রাবণ ১৪৩১,
৩১ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।