নিদারুণ উপেক্ষিত অবহেলিত হবে
তোমার রুচি আভিজাত্য ব্যক্তিত্ব ।
যদি যখন তখন যথাতথা ছুটে যাও
আহবান বিনা একদম অযাচিত ।
তোমার নিখাঁদ নির্মল মন যতই না
কল্যান কল্পে করুক আন্দোলন ।
ক'জন বা সেটা আপন ভেবে করবে
ঐ উপলব্ধিতে কৃতজ্ঞ চিত্তে গ্রহন ?
তোমার সাদা দিলে কাদা লাগিয়ে
বরং নিজের প্রতি জাগাবে ঘৃণা ।
প্রশ্নবাণে বিবেককে জর্জরিত করে
করে ভাববে তুমি মানুষ কিনা ।
আবার ভালোলাগা সেই মানুষদের
সংকটে তাদের নিকটে না গিয়ে ।
হায় ! কি মুশকিল তুমি আর কতই
বা রাখবে অবুঝ মনকে বুঝিয়ে ?
রচনাকালঃ- রাত ১১:৪৭টা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।