আল্লাহর কাছে অসহায়ত্বে প্রকাশে
যখন শেষ ভরসায় দিন গুনি...
নিকষ অন্ধকার কেটে যখন আশার
আলোর নতুন দিনের স্বপ্ন বুনি..
ঐ শুনি রে ঐ শুনি তখন-ই নমরুদ
ফেরাউনদের পতন ধ্বনি...
অহংকারী জালেম খুনিদের জুলুম
অত্যাচার ক'দিনই বা চলে আর..
কত সুরক্ষিত দূর্গ কিবা নিরাপত্তার
নিছিদ্র বেষ্টনী ভেঙে হয় চুরমার..
যত বড়ই হোক কেউ যতই সুরক্ষা
বলয়ে থাকুক পতন হবেই তার ।
শোন ওরে উৎপীড়িতের দল বুকে
বাঁধো বল নিরাশ কভু হইও না ।
আল্লাহর বিচার বড় সুক্ষ্ম যদি চিড়
ধরে তাতে সেতো মমিনই না...
অন্ধকার শেষে যে আসবে আলো
একথাও কি তোমার নাই জানা ?