যুগে যুগেই মানুষের ভাব প্রকাশের
হয় যে কত রকমফের ।
তাই দেখে ভাই খটকা লাগে সদাই
আমার এই বোকা বিবেকের ।
সাফল্যটা অর্জন করার আগে পরে
করি কতই না তর্জন গর্জন ।
ধর্মমতে এসব কিছুই করা চাই যে
ভাই সবার আগেই বর্জন ।
নিজের অর্জন দেখে নিজে হলে হবে
নাতো অতো পুলকিত ।
যদি তাতে কেউবা কখনোই না হয়
সেভাবে আলোকিত ।
অতটুকু অর্জনে যদি হয় গো তোমার
এতোটা অহম প্রকাশ ।
তবে তোমার সম্ভাবনার আর হয়তো
কভু হবে নাকো বিকাশ ।
তুমি মানুষ সৃষ্টির সেরা, বড় কিছু তো
হওয়ারই কথা তোমারই দ্বারা ।
হেথা বড়র চেয়ে কে যে কত বড় তাই
বড়ত্বের অহংকারে হইনা আত্মহারা ।
আর অহংকারই হলো তো পতনের মূল
তাই কভু কর না এই ভুল।
এর ভয়াবহ অভিশাপে পড়লে একবার
আর পাবে না কিনারা কূল ।
রচনাকালঃ- বিকাল ৫:৫২টা, শুক্রবার, ২৪ জৈষ্ঠ্য ১৪৩১, ৭ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।