উগ্র আধুনিক যুগের পালে লাগিয়ে হাওয়া উজান
বাইতে চাওয়া ওগো নন্দ ঘোষ বাপের নন্দিনী ।
কে গো তোমায় কান পড়া দিয়ে বলে কেন আজও
তুমি আছো রক্ষনশীলদের চার দেয়ালে বন্দনী ?
ওগো নন্দিনী ঐ লেজ কাটা শেয়ালদের উস্কানিতে
খেয়াল কর না গো হতে যার তার শয্যা সঙ্গীনি ।
নারীবাদী ওসব হারামজাদা হারামজাদী নারীদের
পন্য বানাবার জন্য তৎপর তবে মুক্তি প্রতিপাদ্য ।
তোমাকে বিপ্লবী বানানোর স্বপ্নে বিভোর করে ঘর
ছেড়ে বাইরে টেনে আনতে ওরা বাজায় কত বাদ্য ।
নেই সংশয় কোনভাবে করাবে বটে তোমাকে দিয়ে
বিশ্ব জয় তবে মুক্তির জন্য নয় বানাতে পশুখাদ্য ।
আজ শিক্ষাঙ্গন থেকে কর্মস্থল কোথায় আছে বল
নারীর এতটুকু নিরাপদ নির্ভরযোগ্য আশ্রয়স্থল ?
কোথায় আছে বল নারীর মর্যাদা নিরাপত্তা, নিগ্রহ
দ্বারা শরীর বিলানো ছাড়া সহজে কে হয় সফল ?
ওরা সারাক্ষন দিয়ে আস্কারা সন্তানের মা বানাবেই
বাপ ছাড়া অতঃপর কেড়ে নেয় তার সমস্ত সম্বল ।
ওরা স্বাধীনতার সম্মান ভূলুণ্ঠিত করে পোষাকের
স্বাধীনতা জরায়ুর স্বাধীনতাকেই বলে স্বাধীনতা ।
ওরা আদতে কি চায় তুমি কি জানো না ? ওরা যে
নরপশুদের দালাল তোমায় বানাবে বারোবনিতা !
ওগো নন্দিনী তুমি বরং সেই চার দেয়ালেই থাকো
বন্দিনী নসাৎ কর ষড়যন্ত্র যত আছে ফাদ পাতা ।
রচনাকালঃ- সকাল ৮:০৭টা, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৩২৯, ৬ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।