অধর্মই তো তোদের মূল ধর্ম
নচেৎ ধর্মের নামে কর কুকর্ম ?
তোদের ধর্মটা যদি সত্যই হয়
তবে কেন তোদের এ অবক্ষয় ?
ভিন জাতি নারী করলে ধর্ষণ
গুরুজন করে আশীর্বাদ বর্ষণ !
ওদের প্রকাশ্যে যদি কর খুন
তারা পুরস্কারও দেয় বহুগুণ !
যে ভিন জাতি নিগ্রহের হোতা
সেই হয় তোদের মহান নেতা !
তোদের ধর্মেই আছে ব্যভিচার
তাই ভিনধর্মী নারী কর পাচার ।
তোদের ধর্মের হয়তো মূলমন্ত্র
ওদের ধ্বংসের গোপন ষড়যন্ত্র ।
ছলে বলে কিবা কলে কৌশলে
রায়টের চিন্তা প্রতি পলে পলে ।
জাতিকে দেখাও না মুক্তির পথ
কারো সর্বস্ব লুটার করাও শপথ ।
ধর্মীয় অন্ধ আবেগকে করে পুঁজি
চালাও রাজপাট সহ রুটি রুজি ।
অনন্তকাল কতৃত্ব করার আশায়
স্বজাতিকে অন্ধ রেখেছ হিংসায় ।
বন্য উন্মাদনাতে মাতিয়ে রেখে
পৈশাচিক সুখ পাও তাই দেখে ।
কোনভাবে ওদের করলে ধ্বংস
ভাবো শ্রেষ্ঠ হবে তোদের বংশ ?
সংখ্যা গরিষ্ঠতারই শক্তিমত্তায়
সংখ্যা লঘিষ্ঠকে ভাবো অসহায় ?
অত বাড়াবাড়ি কর নারে নিবোর্ধ
প্রকৃতিই নেবে চরম প্রতিশোধ !
এত অন্যায় কর যে জাতির জন্য
তোরা সকলেই সীমাহীন জঘন্য !
তোদের পূর্ব পুরুষরা এই দোষে
বহু বছর ছিল ভিন জাতির দাসে ।
আজই বন্ধ না করলে এ উৎপাত
অচিরেই সমূলে সবে হবে নিপাত ।।
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, সোমবার, ১৮ চৈত্র ১৪৩০,
১ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।