রুদ্ধশ্বাসে ঘোড়া ছুটিয়ে ধুলির ঝড় তুলে
ওরা ঢুকে পড়ছে জনতার ভীড়ে
-ওদের আজই এক্ষুনি থামাও ।
বাদরের পাল ধরতে গিয়েছে তরীর হাল
অবস্থা ওরা তো করবেই বেহাল
-ওদের টেনে হিঁচড়ে নামাও ।
যুগে যুগে এসেছে এমনই যত যুগ যন্ত্রণা
মহৎ প্রাণ মানুষেরা দিয়েছে বাঁচার মন্ত্রণা ।
যতদিন থাকবে এ পৃথিবী ততদিন থাকবে
শয়তানের নানামুখী পেরেশানি ।
-তবে কেন বন্ধু বেঘোরে ঘুমাও ?
নিজেদের সমস্যা নিজেরই করতে হবে যে
সমাধান, তবেই মিলবে আসান ।
-এ সংকট নিরসনে মাথাটা ঘামাও ।
রচনাকালঃ- রাত ১১:০৪টা, বৃহস্পতিবার, ১৬ ভাদ্র ১৪৩০, ৩১ আগষ্ট ২০২৩, কলকাতা, ভারত ।