ছোট্ট একটি দেশ আমাদের তদুপরি
গিজগিজ মানুষের বসবাস ।
উপরন্তু চারপাশে দাদার জমি, নাই
ডালপালা মেলার অবকাশ ।
হুমকি ধামকি চোখ রাঙানি তাদের
লেগেও আছে বারোমাস ।
শিল্প সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানে কখনই
বুঝি ঘটাতেও দেবেনা বিকাশ ।
যেন জাপটে ধরেছে দেশ জাতিকে
এক দৈত্যকারের অক্টোপাস ।
জ্যান্ত খেয়েও ক্ষান্ত নয় লাগিয়েছে
ওরা আরও ব্যাক্টেরিয়া ভাইরাস ।
সবাই তার রক্ত চুষে দিলখুশে করে
জাতির চরিত্র ঈমান ধর্মও নাশ ।
ভিতরে বাইরে কোথাও নাইরে তার
একটুও সুষ্ঠুভাবে বাঁচার আশ্বাস ।
সারাক্ষণ ষড়যন্ত্র সবাই শিখছে লুট-
পাটের মন্ত্র উবে গেছে বিশ্বাস ।
শিক্ষা দীক্ষায় পঙ্গু করে নেশা জুয়া
ঢুকিয়ে সর্বস্তরে করছে সর্বনাশ ।
করে চলে চক্রান্ত অসীম সম্ভাবনার
এই জাতিকে বানিয়ে রাখতে দাস ।
অথচ এই দেশের দুর্নিবার উন্নয়নে
প্রতিবেশীরাও সুখে করতো বাস ।
কিন্তু না নিজের নাক কেটেই পরের
যাত্রা ভঙ্গের ওদের যত অভিলাষ ।
এই অব্যাহত চক্রান্তে প্রকৃতি ওদের
সাথে যদিও করবে নির্মম পরিহাস।
ধ্বংস যে অনিবার্য ওদের তাই এমন
কুকীর্তি দিচ্ছেও সেই আভাস ।
আহা ! নির্বোধরা যদি বুঝতো সেটা
তবে এদেশটা হতো স্বর্গ নিবাস ।
জাতি ধর্ম বর্ণ প্রতিবেশি কিংবা বিশ্ব
বাসির জন্য ছড়াতো শান্তির সুবাস ।
রচনাকালঃ- রাত ১১:৫৫টা, মঙ্গলবার, ৬ আশ্বিন ১৪২৯, ২০ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।