সেই ঝর্ণা যেমন জলাধার ছাড়া নির্ঝর
আছড়ে পড়ে পাষাণ পাথরের উপরে ।
তাতে আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়ে
যেমনি ব্যথায় ঝর্ণাধারা উঠে কুঁকড়ে ।
ঠিক তেমনিভাবেই আমার মমতাধারা
প্রতিনিয়ত আছড়ে পড়ে হয় ছিন্নভিন্ন ।
শুধু কাঙ্ক্ষিত সেই কোমল পাত্রবিনা
এ হৃদয়টা আমার ক্ষতবিক্ষতে বিষন্ন ।
লোকেরা নাকি ভালোবাসার কাঙাল
আর আমি বরং চাই যে শুধু বিলাতে ।
নিতে জানি না কারোটাই জবরদস্তি
দিতে গিয়েও পারিনি হিসেব মেলাতে ।
না পাওয়ার বেদনায় যেথা কাঁদে সবে
আমি তখন দেবার যন্ত্রণায় সদা মরছি ।
কিন্তু সব পাষাণের বুক চিড়ে পারি না
যেতে গভীরে তাই বিষে দিলটা ভরছি ।