সফল হতে চাও যদি খুব স্বাভাবিকভাবে
তা তুমি হবে নাতো শুধু জ্ঞানের অভাবে
সহজ সরল পথে আসে নাতো সে, আসে তা ব্যতিক্রমে ।
সফল হতে চাইলে নিতে হবে চরম ঝুঁকি
এমনিই সে ভাগ্য আকাশে দেবে না উঁকি
লক্ষ্যটা স্থির রেখে সে কাজ করে যাও বন্ধু কঠোর শ্রমে ।
যত বড় প্রত্যাশা আসবে ততই বড় বাঁধা  
শয়তানের বিভ্রান্তিতে দেখবে গোলকধাঁধা
তবু এগোনো ছাড়া পিছপা হওয়া যাবেনা যে কোনক্রমে ।
যোগ্য করতে প্রভুও নেবে কঠিন পরীক্ষা
করতেও হবে তাই তো নিরন্তর প্রতীক্ষা  
যত কষ্ট হোকনা কেন, বিরক্তি আনো না যেন ভুলক্রমে ।
কষ্ট তো করতেই হয় জীবন মানেই কষ্ট
যৌবনে কষ্ট না করলে ঐ জীবনটাই নষ্ট
কষ্ট করে দাও জগত ভরে যেতে হবে না কভু বৃদ্ধাশ্রমে ।


রচনাকালঃ- সন্ধ্যা ৬:০০টা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।