শুধু অর্থের জন্য মানুষকে হেলা করে যারা
আহা ! কত না নির্বোধ তারা !
কে যে কখন ধনী হয় গো প্রভুর কৃপা দ্বারা
কে কখন হয় ভিটেমাটি ছাড়া ।
তবু কেন গো শুধুই অর্থ দ্বারা কর মূল্যায়ন ?
কেন যে কর এই পাপে স্বীয় পতন আনয়ন !
কেন এতো অপরিনামদর্শী হে মানব জাতি
কেন জানো না এর পরিণতি ?
কত মানুষ আমির ফকির হচ্ছে রাতারাতি
তবে কেন ডাকো নিজের দুর্গতি ?
ধনে নয় মানুষকে মূল্যায়ন কর জ্ঞানেগুনে
নয়তো নিজেরই দুর্গতি আনবে জেনেশুনে ।