যারাই করে দেখি হামলা
তারাই কষে দিয়ে মামলা
অপরাধী বানিয়ে করে চলছে প্রহসনের বিচার ।

গড়েছেও অবৈধ সরকার  
দেশটাকে করছে ছারখার
তাদের রচিত সংবিধানে পথও খুলেছে বাঁচার !  

কোন সাক্ষী সাবুদই ছাড়া
আজব বিচার করছে তারা
আন্তর্জাতিক আদালত বলেও চালাচ্ছে প্রচার ।  

সকল স্বাধীনতা করে খর্ব
সেই বিচারেরও করে গর্ব
সুষ্ঠু বিচার হলো বলে বলছে সকল দুরাচার ।

ওরা আদৌ কি বিচারপতি
না গুন্ডা বাহিনীর দলপতি
বিচার বিভাগ কব্জা করে চালায় যে অবিচার ?

বিচার কার্যে এমন প্রহসন
সাক্ষী কোটি কোটি জনগন
নিশ্চয়ই আল্লাহ্ অচিরেই এর করবে সুবিচার ।



রচনাকালঃ- রাত ১১:৫৮টা, মঙ্গলবার, ৩০ শ্রাবণ ১৪৩০, ২৭ মহরম ১৪৪৫, ১৫ আগস্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।