অমন ভুল বুঝে অভিমানে চলে গিয়ে
নিশ্চয় তুমি হওনি আশাতীত সুখী ।
দু"জাহানের পরিকল্পনাগুলো অবজ্ঞা
করে আমাকেও করলে চিরদুঃখী।
আহা ! একটা দীর্ঘ জীবন কাটাতেও
কি নিতে হয় অমন হঠকারী সিদ্ধান্ত ?
এখন বুঝি সেথায় হয়না কোনও ভুল,
যাতে তোমার মন আর হয়না অশান্ত ?
অথচ হম্তদন্ত করে অতটুকু কারণেই
সুন্দর স্বপ্নটা ভেঙ্গে করলে চুরমার ।
অতি পবিত্র আর দায়বদ্ধতায় আবদ্ধ
স্বপ্নভঙ্গে দুঃখ একদা হবেও তোমার ।
তা হোক আজ নয়তো কাল, দ্ব্যর্থহীন
চিত্তে বলি এমন প্রেম আসেনি কারো ।
তাতো আমি ঢের ভালো বলতে পারি
ওসব প্রেমপ্রীতি যে দেখেছি হাজারো ।
জীবনের সবচেয়ে গুরুতর বিষয়টিকে
বিনাশ করে যেন সবচেয়ে নিষ্ঠুরেরা ।
একটি পবিত্র হৃদয়কে নারকীয় যন্ত্রণা
দিয়ে জানি না কি যে সুখ পাও তোরা ।