হে মানুষ- অবাধ স্বাধীনতা পেয়েই কি
তুমি হলে এমন চক্ষুষ্মান অন্ধ ?
রঙিন দুনিয়া দেখে পাগল হয়েই বুঝি
উপলব্ধির পথ রাখলে বন্ধ ?
শয়তানের সংসর্গের ছোঁয়ায় বেপরোয়া
করলে আত্মা, যেথা হতে ফেরা দায়...
স্বর্গের ঐ সুনীল সরোবর ছেড়ে তাইতো
এখন যেতে চাও শুধু নরকের নর্দমায় !
হায়! হায়! হায়! নিজেকে কি পরিণত
করেছো ঐ জলাতঙ্ক রোগীর হতদ্দশায় ?
স্রস্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও পাপী হলে ওরে
শুধু স্বাধীনতার মর্যাদা বুঝার অভাবে ।
শয়তানি চেতনাকে সহজে ধারণ করলে
তোমার জ্ঞানবুদ্ধি চলন বলন স্বভাবে ?
তাই ঐ স্বভাব সূলভভাবেই তুমি করছো
আজ স্রস্টার স্বভাব ধর্মেরও বিরোধিতা ।
যা দিয়ে যেতে পারতে ফেরেস্তাকুলেরও
উর্ধ্বে ছিল তো তারও স্বাধীনতা !
অথচ করছ যা খুশি তা...
তোমাকে ফেরাবার কোন প্রয়োজন নেই
তার যদিও বারবার করেছে হুঁশিয়ার ।
স্বাধীনতা দিয়েছে মানুষকে শুধু তার স্বর্গ
নরকে থাকার যোগ্যতা সৃষ্টি করার...
রচনাকালঃ- সন্ধ্যা ৭:২৩টা, শুক্রবার, ২৮ পৌষ ১৪৩০, ১২ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।