করোনার কথা তোরা কি সব এতো
জলদি জলদিই ভুলে গেলি ?
জান বাঁচাতে নারী পুরুষরা সমেতই
তখন যে ঐ বোরকাই পড়েছিলি !
আর এখন বোরকায় হয় মাথা ব্যথা
তোদের, গায়ে ধরে কি চুলকানি ?
তখন ডরে সিধা চলেছো দেখেছিলে
বুঝি স্বচক্ষে কেয়ামতের ঝলকানি !
ঠেলায় না পড়লে সাধে কেউ ধরেনি
সহজে কখনো কোন চাল ।
জীবনটা বাঁচাতে রাজার দুলাল খায়
ঘাস বিচালি গাছেরও ছাল ।
এখনি ভুলেগেলি ওরে খোয়াড় বাসি
গোঁয়ার, আবারও কাটিস জাবর !
শাশ্বত ধর্ম বাণী কত করবি উপেক্ষা
তোর অপেক্ষা যে করছে কবর !
নগ্নতা যখন সভ্যতা তোদের পশুরা
সভ্য নয় কি তবে সবার আগে ।
তবে পশুদের সাথে তুলনা করলেই
তোদের কেন এতো কষ্ট লাগে ?
শিল্পীর তকমা লাগিয়ে নগ্নতা করে
আসলে করছিস তো বেশ্যা বৃত্তি ।
কেন তবে কারো ধর্মে আঘাত হানে
আড়ালে লুকাও স্বীয় কুপ্রবৃত্তি ?
নগ্নতার মতো মহাপাপ করেও কেন
করিস রে এতোটা ধর্মের গ্লানি ?
ওরে ভণ্ডরা, স্বেচ্ছা পর্দাবৃতা নারীর
পারলে পান কর পা ধোয়া পানি !
কারণ একজন পর্দাবৃতা ধার্মিক নারী
যে একশ আউলিয়ার চেয়ে দামী !
তেমন নারী পাওয়া যে পরম ভাগ্যের
বিষয় জানে শুধু তার ধার্মিক স্বামী ।
তাই সভত্যা বদলাতে নগ্নতা ছড়িয়ে
সমাজে ডেকে আনিস না অশান্তি ।
বিজ্ঞের ঢঙে রঙে চঙে বিকৃত বাসনা
চরিতার্থে আর ছড়াসনে বিভ্রান্তি ।