যেমন জালিম ছিল
কৃষ্ণের মামা কংস,
ঠিক তেমনি করে
এই বিশ্ব চরাচরে
নব্য কংসরা চালায়
সেই লীলার অংশ ।
তাদের ঐ চরিত্রহীন
জ্ঞাতি গোষ্ঠী বংশ..
রাজরাজড়া বনে
ইচ্ছে খুশি মনে
জীবন কাটাবে বলে
সমাজ করে ধ্বংস ।
এই ভাবনাতে আজ
তারা চরম নৃশংস..
ছলে নিয়ে ক্ষমতা
ভুলে গিয়ে মমতা
শাসন যন্ত্রর ব্যবহার
দ্বারা হচ্ছে সহিংস ।
রচনাকালঃ- রাত ৯:০৩টা, বৃহস্পতিবার, ২৫ মসঘ ১৪৩০, ৮ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।